বগুড়ার শাজাহানপুরে করোনার প্রথম টীকা নিলেন নাইট গার্ড

বগুড়ার শাজাহানপুরে করোনার প্রথম টীকা নিলেন নাইট গার্ড। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব ষ্টাফ রিপোর্টার): বগুড়ার শাজাহানপুরে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন/ টীকা গ্রহন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নাইট গার্ড মোঃ আবদুর রাজ্জাক।

এরপর স্বাস্থ্য সহকারী এসএম আলমগীর, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আরিফুর রহমান ও শাজাহানপুর থানার আরো কয়েকজন পুলিশ সদস্য সহ মোট বিশজন কোভিড-১৯ এর ভ্যাকসিন টীকা গ্রহন করেন।

Pop Ads

রবিবার ৬ ফেব্রæয়ারী শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোগরাব হোসেন ছান্নু ও নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফ মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড- ১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ।

অনুষ্ঠানের প্রথম দিন করোনা প্রতিরোধে এই টীকার খবর পেয়ে স্থানীয় জনতার মাঝে আশার আলো পরিলক্ষিত হয়। বিধায় অনেকেই এই করোনার টীকা গ্রহনে আগ্রহ প্রকাশ করেন। তবে টীকা গ্রহন কারীকে অনলাইনে বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ টীকা গ্রহন করতে হবে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।

শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোতারব হোসেনের সভাপতিত্বে কোভিড- ১৯ এর ভ্যাকসিন প্রদানের এই উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ,

হেফাজত আরা মীরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ সহ অন্যান্য কর্মকর্তাগন।
অনুষ্ঠানে সকলকে নির্ভয়ে এ টীকা গ্রহনের জন্য পরামর্শ দেওয়া হয়।