বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ। ছবি-মামুন

সুপ্রভাত বগুড়া (মামুনুর রশিদ): বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল হাইব্রীড এ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরতলীর রাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বগুড়া সদর উপজেলার প্রায় ৮০০ চাষীর মধ্যে বিনামূল্যে এই বীজ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিজিয়নাল ম্যানেজার বগুড়া কৃষিবিদ মো. জুলফিকার হাবীব, সিনিয়র টেরিটরি অফিসার কৃষিবিদ গৌতম চন্দ্র দাস, বায়ার গ্রæপ সায়েন্স লিমিটেডের বীজ উৎপাদন কর্মকর্তা কৃষিবিদ মো. হামিদুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Pop Ads

আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বøকের উপসহকারি কৃষি কর্মকর্তারা ও বায়ারের ফিল্ড অফিসারগণ।
বীজ বিতরণ অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, বায়ার গ্রæপ সায়েন্স কর্তৃক দেশের প্রায় ১লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে ৩ কেজি করে উচ্চফলনশীল পাতাপোড়া রোগ প্রতিরোধী হাইব্রীড ধানের বীজ বিতরণ করেছে।

এর মধ্যে বগুড়া জেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে উচ্চফলনশীল হাইব্রীড এ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরণ করেন। এই বীজের ফলন বীঘা প্রতি ২৮-৩০মন হয় বলে কর্মকর্তারা জানান।