বগুড়ায় পৌর আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে বগুড়া পৌর আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব সহ বাংলাদেশ আজ বিপর্যস্ত, যার কারনে দীর্ঘ সময় ধরে সকল কার্যক্রম ব্যহত রয়েছে।

মুজিব শতবর্ষ পালনে যখন সকল নেতাকর্মী সচেষ্ট ঠিক তখন করোনা প্রাদুর্ভাবে আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতা, সংসদ সদস্য সহ সারাদশের ন্যায় বগুড়াতেও বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মাদ নাছিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড. সাহারা খাতুন, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, বদরুদ্দিন কামরান, ইসরাফিল দেওয়ান, সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুল, বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম দুদু, জাহেদুল ইসলাম,

Pop Ads

পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, নন্দীগ্রাম আওয়ামী লীগ নেতা পিংকু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আলী, ১৫নং ওয়ার্ডের আবুল খায়ের মাস্টার, হাজী আজিম উদ্দিন, ৪নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান টুকু, ১৮নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, শ্রী নিলকান্ত দাস, মোবারক, ৪নং ওয়ার্ডের আবুল হোসেন স্যার, জেলা আওয়ামী লীগ সভাপতির সহধর্মীনি, ২১নং ওয়ার্ড আইন বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান সহ সকল নেতাকর্মীদের প্রতি গভীর শোক প্রকাশ করে ১মিনিট নিরবতা পালন করেন।

সভায় বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতির পরিবারের অসুস্থ্য সদস্যদের সুস্থ্যতা কামনা, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ শামীমের মাতার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। এ সভার মাধ্যমে শোকের মাস আগস্ট পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে স্বাস্থ্যবিধি মেনে কিছু কর্মসূচির উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

কেন্দ্রীয় কর্মসূচির প্রতি দৃষ্টি রেখে বগুড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকল ওয়ার্ডের মসজিদে দোয়া, ৮আগস্ট প্রত্যেক ওয়ার্ডে র‌্যালি, ১৫আগস্ট দিনব্যাপি প্রতি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ এবং স্বাস্থবিধি মেনে ওয়ার্ড কমিটির সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জাতির জনকের দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকীতে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি এ্যাড. মকবুল হোসেন মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, শাহাদৎ হোসেন শাহিন, শেখ শামীম, মিজানুর রহমান বকুল, এ্যাডোনিস বাবু সহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here