বগুড়ায় প্রতিবন্ধী ও বিধবার ৩ বিঘা জমির ধান কাটলেন ছাত্রলীগ

সুপ্রভাত বগুড়া (দৌলত): বগুড়ায় প্রতিবন্ধী ও বিধবার ৩ বিঘা জমির ধান কাটলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক নেতাকর্মীদের নিয়ে গাবতলী উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের দোয়ারপাড়ার প্রতিবন্ধী আব্দুল গফুর,

পারভীন আক্তার ও বিধবা রহিমার ১বিঘা করে মোট তিন বিঘা জমির ধান কেটে দেন বগুড়া জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের নেতৃত্বে জেলা ও গাবতলী উপজেলা ছাত্র লীগের নেতাকর্মীরা।

Pop Ads

প্রতিবন্ধী আব্দুল গফুর ও রহিমা আক্তার তাদের জমির ধান নির্বিঘেœ ঘরে তুলতে পেরে ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসীম কুমার রায় জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু অনুপ্রেরণায় আমরা জানতে পারি প্রতিবন্ধী আব্দুল গফুর, পারভীর আক্তার ও বিধবা নারী রহিমা বিবি টাকার অভাবে ধান কাটতে পারছেনা।

সংবাদ পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আজ তাদের মোট তিন বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। আমরা যতদিন কৃষকের ধান কাটা না হবে ততোদিন মাঠে থেকে কৃষকের ধান কাটায় সহযোগিতা করবো ইনশাহ আল্লাহ। ধানকাটা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্র লীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপন,

জেলা ছাত্র লীগের সহ-সভাপতি পর্যায়ক্রমে রাকিব হাসান শাওন, মেহেদী হাসান, আহসান হাবিব বাবুল, রাসেল মন্ডল, নয়ন মিয়া, সহ-সম্পাদক রাকিবুল হাসান, উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তা শাহরিয়ার হাসান,

ইউনিয়নের হামিদপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা ছাত্রলীগনেতা বিপ্লব সরকার, জাকিউল হাসান জনি, তরিকুল ইসলাম, আ: রশিদ, সুমন, সাগর, নাহিদশাহিন হাওয়া বেগম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here