বগুড়ায় প্রান্তিক মানুষদের খাদ্য সামগ্রী দিলেন বিশিষ্ট ব্যবসায়ী শোকরানা

সুপ্রভাত বগুড়া (আল-আমীন): ভয়ংকর করোনায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

আজ শনিবার বেলা ১২টায় বগুড়া শহরের ছিলিমপুর হোটেল নাজ গার্ডেন চত্বরে মালগ্রাম, ছিলিমপুর, হরিগাড়ী, চাপড়পাড়া ও ফুলতলা এলাকার ৩৫০ জন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে –

Pop Ads

১০ কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, ২কেজি পেঁয়াজ, ১কেজি চিনি, ১কেজি লবণ, তৈল, সেমাই, সাবান, দুধ ও নগদ অর্থ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী নাজ গার্ডেনের স্বত্বাধিকারী মো: শোকরানা।

এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন বড় ভাই গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) শওকাত উল ইসলাম, ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুর রহমান, ছোট বোন ডা: মোনোয়ারা বেগম ও পরিবারের সকল সদসব্যন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here