বগুড়ায় শাহজাহানপুরে মুক্তিযোদ্ধাকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় শাহজাহানপুরে মুক্তিযোদ্ধাকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন। ছবি-নাজমুল

নাজমুল হোসেন : বগুড়ার শাজাহানপুরে ঈদগাহ্ মাঠের কমিটি গঠনের বিরোধের জের ধরে মারপিটে মুক্তিযোদ্ধাসহ ২ জন আহত হয়েছেন। সোমবার এ ঘটনার প্রেক্ষিতে সকালে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে অর্তকৃিত হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেন। মানব বন্ধন শেষে ইউএনও বরাবার স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা। এসময় মুক্তিযোদ্ধারা ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

আহত মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বলেন,’ আমি মুক্তিযোদ্ধা হয়ে এরকম হামলার শিকার হয়েছি। স্বাধীনতা বিরোধী সন্তানেরা আমার গায়ে হাত দিয়েছে। ওই দিন দেশীয় অস্ত্র দিয়ে তারা আমাদের উপর হামলা করে। ‘

Pop Ads

আরেক সহযোদ্ধা বলেন, ‘ স্বাধীনতার পঞ্চাশ বছর পরও মুক্তিযোদ্ধারা মার খাচ্ছে। আমি সরকারের কাছে এর দ্রুত বিচার দাবি করছি। ‘ এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা বাদি হয়ে থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গেল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামে

ঈদগাহ্ মাঠ কমিটির বর্তমান সভাপতি শফিকুল ইসলাম ওরফে বুলু মাস্টারকে অব্যাহতি দিয়ে নতুন সভাপতি নিযুক্ত করার জন্য প্রস্তাব করেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও তার সমর্থকেরা। অপরদিকে আ.ন.ম ইয়াহিয়া ও তার সমর্থকরা ঈদগাহ্ মাঠের সভাপতি পরিবর্তনের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং ক্ষিপ্ত হয়ে প্রস্তাবকারীদেরকে মারপিট করে। ঘটনার পরই পুলিশ হান্নান (৪৩) নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।