বগুড়ায় সুপিন বর্মন’র ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে একক চলচ্চিত্র প্রদর্শনী

বগুড়ায় সুপিন বর্মন'র ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে একক চলচ্চিত্র প্রদর্শনী

বগুড়ায় প্রথমবারের মতো শনিবার বিকেলে মধুবন সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মন’র ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে একক চলচ্চিত্র প্রদর্শনী। ২৪ ডিসেম্বর  বিকেল চারটায় মধুবন সিনেপ্লেক্স চত্বর হয়ে ওঠে চলচ্চিত্র প্রেমিদের মিলন মেলা।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ এর আয়োজনে ব্যতিক্রম এ প্রদর্শনীতে বগুড়ার বিভিন্ন সংগঠন ও সংস্কৃতিকর্মী ছাড়াও  সাধারণ দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এভাবে এর আগে কখনো বাংলাদেশের কোনো সিনেপ্লেক্সে বা সিনেমা হলে জমকালো আয়োজন হয়নি।

Pop Ads

নির্মাতা সুপিন বর্মন জানান  সিনেপ্লেক্সের সাথে নতুন প্রজন্মের দর্শকদেরকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি  বগুড়ার চলচ্চিত্র শিল্পের বিকাশ ঘটানোর লক্ষ্যে ব্যতিক্রম এ আয়োজন। বগুড়ার একমাত্র আধুনিক সিনেমা হল মধুবন সিনেপ্লেক্স চলচ্চিত্র শুরু হওয়ার আগেই পরিপূর্ণ হয়ে ওঠে। হল ভর্তি দর্শকদের উপস্থিতি প্রমাণ করলো ভালো রুচিসম্মত চলচ্চিত্র দেখার দিন শুরু হয়েছে হোক তা স্বল্পদৈর্ঘ্য বা পূর্ণদৈর্ঘ্য ।

এই প্রদর্শনীতে সুপিন বর্মনের আ লেটার অব পোস্টমাস্টার এবং মূল্যহীন মানুষ নামে  নতুন দুটি চলচ্চিত্রের প্রিমিয়ার হয়। চলচ্চিত্র দুটি আগামি বছর থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো শুরু হবে।

এছাড়াও প্রদর্শনীতে  আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত দ্য রান এবং বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী চলচ্চিত্র বিবর্ণ প্রহর প্রদর্শিত হয়। প্রবেশপত্র সংগ্রহ করে আগত দর্শকদের করতালিতে মুখোরিত হয় মিলনায়তন।

নির্মাতা সুপিন বর্মন জানান উপস্থিত দর্শকদের অধিকাংশ এই প্রথম সিনেপ্লেক্সে এসে সিনেমা দেখলেন।  সিনেপ্লেক্সের সাথে নতুনভাবে পরিচিত হওয়ায় তারা পরবর্তীতে ভালো চলচ্চিত্র দেখার অপেক্ষায় থাকবেন বলে অনেক দর্শক জানান।

চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর হয়ে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার।