বগুড়া জেলা বিএনপির সমন্বয় সভা বিএনপি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের দল-মিনু

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকালে টিএমএসএস অডিটেরিয়ামে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি রাজশাহী বিভাগের আহবায়ক মিজানুর রহমান মিনু। ছবি-হেলাল

সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি রাজশাহী বিভাগের আহ্বায়ক মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের দল। তাই ১০ মাস ব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়ে জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছে বিএনপি।

তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা তা পারেনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Pop Ads

তিনি বলেন, যার ঘোষনায় ও নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে অস্বীকারও করা হয়। এরা স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতিকে জানতে দিচ্ছে না। ইতিহাস বিকৃতিকারীরা ক্ষমা পাবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া পৌর সভা মেয়র এ্যাড.একেএম মাহবুবর রহমান, ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু,বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, আসন্ন বগুড়া পৌর সভা নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট হাবিবা বেগম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মাহবুবর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, ডাঃ মামুনুর রশীদ মিটু, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম,

শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল কাদের এনাম, এ্যাড. শাহজাদী লায়লা, মাফতুল আহম্মেদ খাঁন রুবেল, সাইদুজ্জামান শাকিল, পলিন, বগুড়া জেলার এ্যডভোকেট বার সমিতির সভাপতি শফিকুল ইসলাম টুক,ু জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, জেলা যুবদলের আহŸায়ক খাদেমুল ইসলাম খাদেম,

যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।