জে,টি,সি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বগুড়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত

জে,টি,সি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বগুড়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত। ছবি-রায়হানুল

সুপ্রভাত বগুড়া (রায়হানুল): জেলা টিভি ক্যামেরা (জেটিসি) জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বগুড়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনমাথা রেলগেট পুরানবগুড়ায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় এ্যাসোসিয়েশনের সভাপতি এস,এম দৌলতের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, নিউজ পোর্টাল সুপ্রভাত বগুড়ার উপদেষ্টা রাকিব উদ্দিন প্রাং সিজার।

এসময় বক্তারা আসছে ২০ নভেম্বর এ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের ব্যাপক প্রস্তুতিগ্রহনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী টিভি বগুড়া প্রতিনিধি মাইনুল ইসলাম মজনু, জাগরণী টিভি বগুড়া প্রতিনিধি মিনহাজুল বারী মিম, গাইবান্ধা প্রতিনিধি জয়, জয়যাত্রা টিভি বগুড়া প্রতিনিধি মেহেদী হাসান রাজিব,

Pop Ads

একুশে টিভি ক্যামেরা পার্সন রফিকুল ইসলাম রকি, সিএনএন বাংলা টিভি ক্যামেরা পার্সন আমিনুর ইসলাম, বিডি নিউজ টিভি বগুড়া প্রতিনিধি সামিউল ইসলাম, জেটিভি বগুড়া প্রতিনিধি খাজা আহম্মেদ রতন, বলাকা টিভি বগুড়া প্রতিনিধি মোহাম্মদ খালেদ, চ্যানেল এস ক্যামেরা পার্সন সাব্বির আহম্মেদ, বিটিভি ক্যামেরা পার্সন আবু জুয়েল, চ্যানেল ২৬ বগুড়া প্রতিনিধি নয়ন রায়, এশিয়ান টিভি ক্যামেরা পার্সন নিবির প্রমুখ।

সভায় সিবিসি বাংলা টিভি বগুড়া জেলা প্রতিনিধি রায়হানুল ইসলামকে সাধারণ সম্পাদক ও একুশে টিভি ক্যামেরা পার্সন রফিকুল ইসলাম রকিকে সাংগঠনিক সম্পাদক পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করা হয়।

উল্লেখ, প্রাক্তন সাধারণ সম্পাদক এশিয়ান টিভির ক্যামেরা পার্সন শাহজাদা চাকরিচ্যুত হওয়ায় ও পেশায় আর না থাকায় এবং প্রাক্তন সাংগঠনিক সম্পাদক অন্য সংগঠনভুক্ত হওয়ার তথ্য পাওয়ায় উভয়পদে সদস্যদের ভোটে পরিবর্তন আনা হয়েছে। একইসাথে আবু জুয়েল, মোহাম্মদ খালেদ, সামিউল ইসলাম, টেনিসকে কার্যকরী সদস্য করা হয়।