সারিয়াকান্দিতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। ছবি-সনি

সুপ্রভাত বগুড়া (সামিউল ইসলাম সনি): “বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে-বগুড়ার সারিয়াকান্দিতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে থানা চত্বরে বগুড়া জেলা পুলিশের আয়োজনে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।

Pop Ads

এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, সাবেক মেয়র হামিদ সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পৌর আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, থানার বিট পুলিশিং অফিসার (এসআই) বাবর আলী। এছাড়াও সমাবেশে থানার পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধি, গৃহকর্মী নারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।