বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের নৌকা শান্তি ও উন্নয়নের প্রতীক–ববি

বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের নৌকা শান্তি ও উন্নয়নের প্রতীক--ববি

সুপ্রভাত বগুড়া (এস এম সালমান হৃদয় ,পিরগাছা বগুড়া,প্রতিনিধি): আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক ব্যাপক শোডাউন অব্যাহত রেখেছে আওয়ামী লীগ । নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সোমবার সকালে শহর ১৬নং ওয়ার্ডের নিশিন্দারা কারবালাপাড়া মরহুম আব্দুস সাত্তার মোল্লা স্মৃতি পরিষদের উদ্যোগে মহিলা সমাবেশে বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালক আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববি বলেন, নৌকা হলো শান্তি ও উন্নয়নের প্রতিক।

যেখানেই নৌকা বিজয়ী হয় সেখানেই জনগনের শাসন প্রতিষ্ঠা হয় এবং উন্নয়নের ধারা প্রবাহিত হয়। তাই বগুড়ার শান্তি ও উন্নয়নের জন্য বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলরদের বিজয়ী করতে হবে। এই জয়লাভের মাধ্যমে আগামী দিনে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

Pop Ads

১৬নংওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম -এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া পৌর আওয়ামী লীগের (প্রস্তাবিত কমিটির) সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক , বগুড়া পৌর আওয়ামী লীগের (প্রস্তাবিত কমিটির) মহিলা বিষয়ক সম্পাদিকা ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মুক্তি বেগম।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাকি,বুলু মিয়া,সমাজ সেবিকা রত্না বেগম, শামীমা আকতার, ফাতেমা তুল জহুরা, দোলেনা বিবি,সামিদা আকতার,হামিদা বেগম, ডলি আকতার, মলি আকতার, ফজলে রাব্বি, শামীম শেখ প্রমূখ।মেয়র প্রার্থী ববি আরও বলেন,বগুড়া উন্নয়ন করতে প্রতিক প্রতি ভালবাসা বন্ধ করতে হবে।

নৌকায় একমাত্র প্রতিক যার সারা দেশে উন্নয়ন হয়। আজ বগুড়া পৌরসভাবাসি উন্নয়ন চান তাহলে নৌকা কে বিজয়ী করতে হবে।নৌকা বিজয়ী হলে পৌরসভার উন্নয়ন হবে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন করা, ব্রীজ কালভার্ট নির্মান করা, সমাজে গরীব জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়ন করে বগুড়া পৌরসভাকে আধুনিক নাগরী হিসাবে প্রতিষ্ঠিত করতে নৌকার বিকল্প নাই।