বগুড়া লেখক চক্রের সাহিত্য আসরে ‘নিওর’ এর মোড়ক উন্মোচন

বগুড়া লেখক চক্রের সাহিত্য আসরে ‘নিওর’ এর মোড়ক উন্মোচন। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার: বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ এর ১৫ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টায় বগুড়া থিয়েটার কার্যালয়ে সেলিম আল দীন মঞ্চে বগুড়া লেখক চক্রের ৮৪২তম পাক্ষিক সাহিত্য আসরে মোড়ক উন্মোচন করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান পূর্ব এক আলোচনা সভাপতি বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু,

Pop Ads

সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বগুড়া নন্দন শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক রনজু ইসলাম, আমিনুল ইসলাম রনজু, নিওর এর সহযোগী সম্পাদক সাফওয়ান আমিন, হিরণ্য হারুন, আবু রায়হান, শাহাদৎ হোসেন এবং নয়ন আহমেদ।

ইসলাম রফিক সম্পাদিত ‘নিওর’ প্রতি ইংরেজী মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়। ‘নিওর’ এর প্রচ্ছদ করেছেন কবি শিবলী মোকতাদির এবং সহযোগী সম্পাদক হিসেবে ছিলেন সাফওয়ান আমিন। বিশ টাকা বিনিময় মূল্যের পত্রিকাটি পাওয়া যাবে পড়–য়া লাইব্রেরীতে।