বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের আয়োজনে বৃক্ষের চারা বিতরণ

আজ শুক্রবার সকালে বগুড়া সরকারি কলেজ চত্বরে জাতীয় শোক দিবস ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে শহর স্বেচ্ছাসেবকলীগ (উত্তর) এর আয়োজনে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন।

প্রেস রিলিজঃ জাতীয় শোক দিবস ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগ (উত্তর) এর আয়োজনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বগুড়া সরকারি কলেজ চত্বরে বৃক্ষের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন।

বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগ (উত্তর) এর সাধারণ সম্পাদক মোঃ লিটন শেখ এর সঞ্চালনায় বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর স্বেচ্ছাসেবকলীগ (উত্তর)এর সভাপতি মশিউর রহমান মন্টি। অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি মিলে প্রায় ২ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। উক্ত চারি বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ।

Pop Ads

শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, আবু বকর সিদ্দিক, সিরাত আকন্দ ছনি, সেখ সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম, গুলজার রহমান সাগর, প্রচার সম্পাদক সোহানুজ্জামান শিহাব, অর্থ বিষয়ক সম্পাদক এনামূল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিবলু হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি নাকিবুল হক নিলয়, ২ নং ওয়ার্ড সভাপতি সূর্য, ৩ নং ওয়ার্ড সভাপতি রাহুল,

৪নং ওয়ার্ড নীরব সেখ, মুন্না, ৫ নং ওয়ার্ড সভাপতি বিদ্যুৎ, সাধারন সম্পাদক মিনহাজুর রহমান মডার্ণ, ১৭ নং ওয়ার্ড সভাপতি হারুন উর রশিদ শক্তি, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম, ১৮ নং ওয়ার্ড সভাপতি ছনি, ১৯ নং ওয়ার্ড সভাপতি আল আমিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন বলেন, করোনা ও বন্যার মত দূর্যোগের মধ্যেও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সকল বাধা বিপত্তির মাঝেও এগিয়ে যাচ্ছে দেশ। দেশের পরিবেশ রক্ষার্থে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমাদের সকলের বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here