বগুড়া সদরের শেখেরকোলায় করতোয়া নদীর পানিতে ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সফিক

বুধবার দুপুরে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নে তেলিহারা গ্রামের করতোয়া নদীর পানি বৃদ্ধি জনিত কারনে ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।-ছবি-হেলাল

স্টাফ রিপোর্টারঃ বুধবার দুপুরে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নে তেলিহারা গ্রামের করতোয়া নদীর পানি বৃদ্ধি জনিত কারনে ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

সরেজমিনে জানা গেছে রাস্তাটি মহাসড়ক থেকে তেলিহারা গ্রাম সহ আশে পাশের কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র পথ। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার কৃষক তাদের কষ্টের ফোলানো ফসল নিয়ে ঐতিহাসিক মহাস্থান হাট এ যাতায়াত করেন।

Pop Ads

যার কারনে রাস্তাটি শেখেরকোলা ইউনিয়নের প্রাণ বলা যেতে পারে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় শেখেরকোলা ইউনিয়নবাসীদের চরম দূভোগে পড়তে হচ্ছে।

বিষয়টি উপজেলা চেয়ারম্যান জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাস্তাটি দ্রুত মেরামতের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরদ উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, ইউপি সদস্য ইমদাদুল হক, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম সহ প্রমুখ।