বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন-মজনু

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন-মজনু

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নুনগোলা হাট আশ্রয়ণ প্রকল্পে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উন্নতমানের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান মজনু বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। তিনি চেয়েছিলেন এদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চিত হবে। কিন্তু বিপদগামী কিছু মানুষ সেই স্বপ্ন সত্যি হবার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট হত্যা করেছিল বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮জন সদস্যকে।

Pop Ads

বঙ্গবন্ধুর স্বপ্নকে শেষ করার চেষ্টা করেছিল পশ্চিম পাকিস্তানের দোসররা। শেখ হাসিনা দেশে ফিরেছেন,  এদেশের মানুষকে সাথে আবার সংগ্রাম শুরু করেছেন। দেশে এখন উন্নয়নের জোয়ার। দেশের মানুষ এখন উন্নয়ন দেখছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘরবাড়ি হীন মানুষদের জমিসহ ঘর উপহার দিয়েছেন।

দেশের প্রতিটি এলাকায় এখন ভূমিহীন মানুষদের আশ্রয়স্থল গড়ে উঠছে। মানুষ এখন তাদের নিজ বাড়ি থাকছেন আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য হাততুলে দোয়া করছেন। তাই আমাদের সকলকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে সকলকে অংশীদার হয়ে উঠতে হবে।

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, নুনগোলা ইউপি চেয়ারম্যান বদরুল আলম, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ নেতা  খলিলুর রহমান, আল মামুন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম পারভেজ, মুকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বির সাব্বির, আক্কাস আলী সরকার,  আসিফ শেখ সহ আরও অনেক।

আলোচনা সভা শেষে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।