বাড়িওয়ালাদের বাড়ি ভাড়া নিয়ে চাপের মুখে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার !

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): হঠাৎ করেই সারাদেশে ছড়িয়ে পড়লো কোভিট ১৯ করোনা ভাইরাস শুরু হলো লকডাউন থেমে গেলো ব্যবসা বাণিজ্য ও গণ পরিবহন থমকে দাড়ালো সাধারণ মানুষের আয়।

এক দিকে খাবারের সংকট অন্যদিক বাড়ি ভাড়ার চাপ কি ভাবে চলবে নিম্নবিত্ত আর
মধ্যবিত্ত পরিবার যেনো তারা সাগরে ডুবে মরছে।

Pop Ads

দেশের সকল ভাড়াটিয়াদর একটাই দাবি বর্তমান অবস্থায় কি করে বাড়িওলাদের বাড়ি
ভাড়া দিবে কে দাড়াবে আমাদের পাশে একদিকে আধ পেটো খেয়ে জীবণ চলছে অন্য দিকে বাড়ি ভাড়া।

তাই আমরা ভাড়াটিয়ারা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের পাশে একটু বাড়ি
ভাড়া নিয়ে সহযোগিতা করুন আমরা সরকারি ভাবে যতোটুকু খাবার পাচ্ছি তা দিয়ে
দিনটা কোনো ভাবে চলে যায়।

আমরা তো মধ্যবিত্ত পরিবার কতো বার কার কাছে হাত পাতবো সরকার প্রধান আপনি
যদি খাবারের পাশাপাশি বাড়ি ভাড়ার বিষয়টা দেখতেন তাহলে আমরা অনেকটা সস্থি
পেতাম।

এদিকে আমাদের ব্যবসা কর্ম কোনোটাই ঠিক মত চলছেনা আর কত দিন এভাবে কাটাতে হবে একমাত্র আল্লাহু জানেন।

মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ আমাদের বাড়ি ভাড়া নিয়ে একটা কিছু করুন আপনার উপরে আমাদের অনেক আস্থা ও ভরসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here