বিশিষ্ট অভিনেতা আবদুল কাদের “কোথাও কেউ নেই” ধারাবাহিকের ‘বদি’ ভাই গুরুতর অসুস্থ

বিশিষ্ট অভিনেতা আবদুল কাদের "কোথাও কেউ নেই" ধারাবাহিকের 'বদি' ভাই গুরুতর অসুস্থ

সুপ্রভাত বগুড়া (বিনোদন): দেশের বিশিষ্ট অভিনেতা আবদুল কাদের “কোথাও কেউ নেই” ধারাবাহিকের ‘বদি’ ভাই গুরুতর অসুস্থ। বর্তমানে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। আব্দুল কাদেরের পারিবারিক সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ আবদুল কাদের দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরে সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় পরে চেন্নাইয়ে যান।

সেখানে বেশ কিছু পরীক্ষা করানোর পর ডাক্তার বলেছেন, উনার (আবদুল কাদের) প্যানক্রিসের ক্যান্সার জটিল রূপ ধারণ করেছে। এরপর গত ১৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোপূর্বে অভিনেতা আব্দুল কাদের এর শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাঁর নাতনি সিমরিন লুবাবা।

Pop Ads

উল্লেখ্য ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের এর জন্ম মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ি, সোনারং গ্রামে। পিতা – মাতাঃ আব্দুল আজিজ ও আনোয়ারা খাতুন। সহধর্মিণীঃ খাইরুন নেসা কাদের। এক পুত্র ও এক কন্যার জনক অভিনেতা আব্দুল কাদের আন্তর্জাতিক কোম্পানি বাটার ম্যানেজার পদে নিয়োজিত।

বিশিষ্ট লেখক ও নির্মাতা হুমায়ুন আহমেদ এর বহুল জনপ্রিয় নাটক ” কোথাও কেউ নেই ” ধারাবাহিকে ‘ বদি ‘ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এছাড়াও জনপ্রিয় ম্যাগাজিন ” ইত্যাদি “র পরিচিত মুখ আব্দুল কাদের ছোট পর্দায় হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।