ব্যাংক আমানতের সুদের হার কমে যাওয়ায় গ্রাহকেরা ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে টাকা রাখছেন !!

ব্যাংক আমানতের সুদের হার কমে যাওয়ায় গ্রাহকেরা ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে টাকা রাখছেন !!

সুপ্রভাত বগুড়া (ব্যবসা-বাণিজ্য): ব্যাংক আমানতের সুদের হার কমে যাওয়ায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে টাকা রাখছেন গ্রাহকেরা। বেশি মুনাফার আশায় ছোটখাটো প্রতিষ্ঠানে সঞ্চয় করছেন অনেকে। এতে একদিকে বিনিয়োগের ভবিষ্যৎ যেমন ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে কমছে ব্যাংক আমানতের পরিমাণ।

ফলে ব্যাংক খাতে তারল্য সংঙ্কটের পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। যদিও আমানতের সুদ হার কম নয় বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। কাপড়ের ব্যাবসা করেন রাজশাহীর মামুনুর রশিদ।

Pop Ads

আয় থেকে সংসার খরচ চালানোর পাশাপাশি করছেন সঞ্চয়। বেশি মুনাফার আশায় তিনি টাকা জমা রাখছেন স্থানীয় একটি এনজিওতে।ঝুঁকিপূর্ণ জেনেও অধিক লাভের আশায় এমন ছোটছোট এনজিওসহ নানা প্রতিষ্ঠানে টাকা রাখছেন অনেকেই।

তবে আমানতের সুদ হার কম নয়- মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ব্যাংকের পাশাপাশি সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। বর্তমানে ব্যাংক আমানতে সবোর্চ্চ ৬ শতাংশ সুদ দেয়া হয়। স্কিমভেদে সঞ্চয়পত্রে এ হার ১০ থেকে ১১ ভাগ।

এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত জুনে ব্যাংকগুলোতে মোট আমানত ছিলো ১৩ লাখ ৫৫ হাজার কোটি টাকা প্রায়। জুলাইয়ে তা ৫ ভাগ কমে দাঁড়িয়েছে ১২ লাখ ৮৪ হাজার কোটি টাকায়। বিশ্লেষকেরা বলছেন, আমানতের সুদ হার কম হওয়ায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী হচ্ছেন গ্রাহক।

এতে কমছে সরকারের অভ্যান্তরীণ সম্পদের পরিমাণ। যা ব্যাংকিং খাতে সঙ্কট তৈরির পাশাপাশি অর্থনীতিতে ফেলতে পারে নেতিবাচক প্রভাব।টাকা সঞ্চয়ের ক্ষেত্রে মুনাফার চেয়ে নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে আমানতকারীদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here