মিয়ানমারের উত্তরাঞ্চলে রত্মখনিতে ভূমিধসে শতাধিক শ্রমিকের মৃত্যু !!

মিয়ানমারের উত্তরাঞ্চলে রত্মখনিতে ভূমিধসে শতাধিক শ্রমিকের মৃত্যু !! ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্মখনিতে ভূমিধসে শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। এখন পর্যান্ত ১১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তবে এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছে। কাচিন রাজ্যের পেকেন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক ভূমিধসে তলিয়ে যান খনির শ্রমিকরা।

Pop Ads

বৃহস্পতিবার ভোরে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা তার লিন মাউং টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন।

হপকান্তের খনিগুলোর দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সেখানে প্রায়ই প্রাণঘাতী ভূমিধস ও বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে হপকান্তে বহু লোক নিহত হয়েছে। তাদের অনেকেই স্বাধীন রত্ন সন্ধানী।

বড় খনিগুলো অনুসন্ধান চালানোর পর পড়ে থাকা অবশিষ্টাংশের মধ্যে রত্ন খোঁজেন তারা। মিয়ানমারে উত্তোলিত জেড পাথরের অধিকাংশই প্রতিবেশী দেশ চীনে রপ্তানি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here