লোক ভাড়া করে টিসিবির পণ্য কিনে নিচ্ছেন উচ্চবিত্তরা!

সুপ্রভাত বগুড়া (জীবন-জীবীকা): রাজধানীতে কর্মচারীদের দিয়ে স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দ টিসিবির পণ্য কেনাচ্ছেন উচ্চবিত্তরা।

অনেক স্থানে মুদি দোকানিরা ভাড়া করা লোক দিয়ে পণ্য কেনাচ্ছেন। কোথাও কোথাও প্যাকেজের মাধ্যমে ক্রেতাদের ছোলা ও মিশরীয় পেঁয়াজ কিনতে ডিলাররা বাধ্য করছেন বলেও অভিযোগ উঠেছে।

Pop Ads

করোনা পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার অন্যতম উৎস হয়ে উঠেছে টিসিবির ট্রাক। বাজারের চেয়ে কম দামে ডাল, চিনি, তেল, খেজুর, পেঁয়াজ পাচ্ছে আড়াই কোটি পরিবার।

তবে জনবান্ধব এমন কর্মসূচির সুযোগ নিয়ে লোক ভাড়া করে পণ্য কেনার অভিযোগ উঠেছে।

রাজধানীর মিরপুর এলাকায় গিয়ে দেখা গেছে, কেয়ারটেকারদের দিয়ে দফায় দফায় পণ্য কেনাচ্ছেন ভবন মালিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here