শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা,বদলগাঁছীতে ভিজিডি নতুন কার্ড ধারীদের হাতে চাল তুলে দিলেন ইউএনও

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা,বদলগাঁছীতে ভিজিডি নতুন কার্ড ধারীদের হাতে চাল তুলে দিলেন ইউএনও ছবি-বুলবুল

সুপ্রভাত বগুড়া (বুলবুল আহম্মেদ, ( বুলু) নওগাঁ ( বদলগাঁছী) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ভিজিডি নতুন কার্ড ধারীদের হাতে চাল তুলে দিলেন ইউএনও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের নতুন ভিজিডি কার্ড ধারীদের হাতে গতকাল ২ফ্রেরুয়ারী ২৩৫ জন নারীকে চাল সহ কার্ড তুলে দিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাঁছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ফিরোজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমামুল আল হাসান তিতু,প্যানেল চেয়ারম্যান শ্রী সাধন চন্দ্র মন্ডল, মেম্বার হারুনুর রশিদ, সার্বিক সহযোগিতা করেছেন সহকারী সচিব মোঃ আনোয়ার হোসেন।

Pop Ads

ইউএনও মুহাঃ আবু তাহির ও ভাইস চেয়ারম্যানএমামুল আল হাসান ( তিতু) বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমাজের অসহায় মানুষের কল্যাণে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন আমি এই ইউনিয়নের ৮০ ভাগ দুর্নীতি মুক্ত করতে সক্ষম হয়েছি। আগামী দিনের সাফল্য অর্জনের জন্য সকল কার্ড প্রাপ্তদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ।