শেরপুর উপজেলা কৃষকলীগের ৫টি ইউনিয়নের কমিটির অনুমোদন

শেরপুর উপজেলা কৃষকলীগের ৫টি ইউনিয়নের কমিটির অনুমোদন। ছবি-মামুন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষকলীগ শেরপুর উপজেলার ৫টি ইউনিয়নের অনুমোদিত কমিটি বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনুর হাত দিয়ে প্রত্যেক ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে হাস্তান্তর করা হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনুর হাতে এই কমিটি তুলে দেন শেরপুর উপজেলা কৃষলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা,সাবেক ছাত্রনেতা ও বগুড়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু।

Pop Ads

এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা লিটন, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নূরে আলম সানি, ছাত্রনেতা শুভ প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ¦ মজিবর রহমান মজনু শেরপুর উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচিতদের হাতে কমিটি তুলে দেন। ৫টি ইউনিয়ন হলো, খামারকান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলমাকে সভাপতি, মোঃ আঃ হান্নানকে সাধারন সম্পাদক, জিয়াউর রহমানকে সাংগঠনিক, সুঘাট ইউনিয়নে মোঃ বেল্লাল হোসনকে সভাপতি,

আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক, বাদশা আলমকে সাংগঠনিক সম্পাদক, গাড়িদহ ইউনিয়নে দবির উদ্দিন (দুলাল মাষ্টার) কে সভাপতি, হারুনুর রশিদ (হারুন) কে সাধারন সম্পাদক, জাহিদুল ইসলাম (জাহিদ)কে সাংগঠনিক, সীমাবাড়ী ইউনিয়নের ডাঃ মোঃ আবুল কালাম আজাকে সভাপতি,

হেদায়েদত উল্লাহকে সাধারন সম্পাদক, কদম আলীকে সাংগঠনিক সম্পাদক, খানপুর ইউনিয়নের কমিটিতে শফিকুল ইসলাম শফিককে সভাপতি, হামিদুর রহমানকে সাধারন সম্পাদক ও আব্দুল লতিফ। অল্প সময়ে মধ্যে অনন্য ইউনিয়নে কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।