বগুড়ায় ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৬ 

বগুড়ায় ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৬। ছবি-আকাশ

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ওসি,ডিবি, বগুড়া জনাব মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৫০০ পিচ ইয়াবা এবং ৮৫ বোতল ফেন্সিডিলসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া ডিবির একটি টিম ১৭ ডিসেম্বর  দুপুর ২ টার দিকে   বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চকপদ্মগাড়ীস্থ জনৈক রিংকুর ইউকিক্যালিপটাস বাগানের সামনে হইতে ৩০০(তিনশত)পিচ ইয়াবাসহ আসামী ১. মোঃ আবু সাঈদ(৪৮), পিতা-মৃত মোজাহার আলী, সাং-বিরাহীমপুর পশ্চিমপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।

Pop Ads

ডিবি বগুড়ার অপর একটি টিম ১৭ ডিসেম্বর  বিকেল  ৪ টার  দিকে  বগুড়া জেলার সদর থানাধীন মথুরাপুর সাকিনস্থ মদিনাতুল উলুম কওমী ও হাফেজিয়া মাদ্রাসার সামনে হইতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আসামী ১. মোঃ বাবু প্রাং(৪৫), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-মোছাঃ জরিনা বিবি, সাং-সিঙ্গেরগাড়ী মধ্যপাড়া ও ২. মোছাঃ আসমা আক্তার সাথী(৩৬), পিতা-মৃত আসাব আলী, স্বামী-মোঃ স্বপন, সাবেক স্বামী-সোবহান, সাং-ইটপাগাড়ী,উভয় থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে।

ডিবি বগুড়ার তৃতীয় একটি টিম ১৬ ডিসেম্বর বিকেল  ৪ টার দিকে  বগুড়া জেলার ধুনট থানাধীন মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনে হইতে ২০০(দুইশত) পিচ ইয়াবাসহ আসামী ১.মোঃ মজনু খাঁ(৪১), পিতা-মোঃ মান্নান খাঁ, সাং-টাকা ধুকুরিয়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।

ডিবি বগুড়ার চতুর্থ টিমটি ১৬ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে  বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা মানিক টেলিকম বিকাশ এজেন্ট দোকানের সামনে অভিযান চালিয়ে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১.মোঃ টিটুল(২৫), পিতা-মোঃ জিন্টু আলী, সাং-দানিয়ালগাছী, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ ও

২. মোঃ হুমায়ূন কবির(২৪), পিতা-মোঃ লায়েব আলী, সাং-উপর বিল্লী, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শাহাজানপুর, ধুনট ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।মাদক নির্মূলে বগুড়া ডিবি সকলের সহযোগিতা কামনা করছে।