বগুড়া সদরে নতুন আক্রান্ত ৬৭জন যে যে এলাকার !

প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ায় গত বুধবারের(১৭ জুন) সর্বশেষ ফলাফল অনুযায়ী নতুন করে ১১৬জন করোনায় আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সদরেরই ৬৭জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

এই নিয়ে সদরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৪৫জন। সদর উপজেলার কোভিট-১৯ ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান মনির জানান, নতুন করে ৬৭জনের মধ্যে আটাপাড়ায় ২জন, বারোপুর একজন, বড়গোলায়

Pop Ads

একজন, বৃন্দাবনপাড়ায় ৬জন, বুর্জুকবাড়িয়া একজন, চেলোপাড়ায় ৩জন, দত্তবাড়িতে একজন, ফুলবাড়িতে ২জন, ফুলতলায় একজন, গোদারপাড়ায় একজন, জামিলনগরে একজন, জয়পুরপাড়ায় ২জন, কাটনারপাড়ায় ২জন, কানুছগাড়ীতে একজন,

কৈগাড়িতে একজন, খান্দারে একজন, মোহাম্মদ আলীতে ৩জন, শজিমেকে ৫জন, মালতীনগর একজন, নামাজগড় একজন, মাটিডালীতে একজন, নারুলীতে ৫জন, নিশিন্দারায় ২জন, নূরানীমোড়ে একজন,

পালশায় একজন, পাড় বগুড়ায় ৫জন, সেউজগাড়ীতে ২জন, সাবগ্রামে ৩জন, সূত্রাপুরে ৩জন, ঠনঠনিয়ায় ২জন ও উপশহরে একজন। এছাড়া শুধু সদর ঠিকানা দেয়া এবং মোবাইল বন্ধ রয়েছে ৪জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here