সন্মানীভাতার অর্থ দিয়ে ১৪ শত পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিলেন শিবগঞ্জের মেয়র

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার শিবগঞ্জের পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক নিজের সন্মানীভাতা থেকে প্রায় ১৪শত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গী ও পাঞ্জাবী বিতরণ করেছেন।

সে রবিবার পৌরসভার প্রতিটি মসজিদের ইমাম মোয়াজ্জেমকে তিনি সন্মানী ভাতা প্রদান করেন। করোনা মহামারীতে দেশে ক্রান্তি লগ্নে পৌরবাসীর বাড়ি বাড়ি গিয়ে প্রধান মন্ত্রীর দেওয়া ৪০ এবং নিজ তহবিল থেকে ২৫ টন খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

Pop Ads

সেই সাথে উপজেলার তেঘরীতে করোনায় আক্রান্ত ওই পরিবারের নিয়মিত খোঁজ রাখছেন। তিনি বলেন লকডাউনের কারণে দিন মজুরের পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন মধ্যবিত্ত পরিবারের লোকজন।

কারো কাছে তারা হাত পাততে পারছেনা।তাই প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত এবং নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রী এসব মানুষের মাঝে বিতরণ করেছেন।

তিনি আরো বলেন পৌরবাসী তাদের সেবার জন্যই আমাকে  ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাই এই সংকটময় মূহুর্তে তাদের পাশে দাড়িয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here