সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীরা পেল বাইসাইকেল

সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীরা পেল বাইসাইকেল। ছবি-সনি

সুপ্রভাত বগুড়া (সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ই মার্চ) উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচী’র আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীেেদর মাঝে এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

এ শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক এঁর সহধর্মিণী ও লেডিস ক্লাবের সভাপতি মিজ্ শামীমা আক্তার। রাজশাহী বিভাগীয় কমিশনার এঁর সহধর্মিণী ও রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা সভাপতি মিজ্ রুনা লায়লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন।

Pop Ads

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক। এ সময় ১শ‘ জন ছাত্রীদের মাঝে মোট এক লাখ টাকা ও ২০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।