সৌদি আরবে বাতিল হচ্ছে কাফালা পদ্ধতি !

সৌদি আরবে বাতিল হচ্ছে কাফালা পদ্ধতি। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): সৌদি আরবে বাতিল হচ্ছে কাফালা পদ্ধতি। এতে প্রবাসী শ্রমিকদের আর কফিলের অধীনে থাকতে হবে না। কাজ করবেন দেশটির শ্রম মন্ত্রণালয়ের অধীনে। তবে এ সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আগামী বছরের জুন পর্যন্ত। কাফালা পদ্ধতিতে একজন কফিল বা নিয়োগকর্তা বিদেশি কর্মীকে স্পন্সর করলে সেই কর্মী যেতে পারেন সৌদি আরবে।

পরে সেই নিয়োগকর্তার অধীনেই কাজ করতে হয় তাকে। এতে ওই প্রবাসী শ্রমিকের কাজ বদলসহ সব বিষয়েই নির্ভর করতে হয় নিয়োগকর্তার ওপরে। প্রায় সাত দশক ধরে সৌদি আরবে চালু থাকা এ পদ্ধতির কারণে সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা কোনও স্বাধীনতা ভোগ করতে পারেন না। তাদেরকে চলতে হয় নিয়োগকর্তার ইচ্ছায়।

Pop Ads

এবার সেই বিতর্কিত কাফিল পদ্ধতি বাতিলের উদ্যোগ নিয়েছে রিয়াদ। ২০২১ সালের জুনের মধ্যে তা বাস্তবায়ন হবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। শুরু থেকেই কাফালা পদ্ধতির সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। সৌদি আরবের কফিলদের বিরুদ্ধে এ পদ্ধতি ব্যবহার করে আইনের মারপ্যাচে প্রবাসী হয়রানির অভিযোগ পুরোনো।