অগ্রদূত” সামাজিক সংগঠনের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে ফ্রি খাবার বিতরণ

অগ্রদূত" সামাজিক সংগঠনের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে ফ্রি খাবার বিতরণ। ছবি-সালমান

সুপ্রভাত বগুড়া (সোহেল রানা, কুড়িগ্রাম): অগ্রদূত” সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফ্রি খাবার বাড়িতে বাড়িতে বিতরণ করা হয়েছে।  “লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান “এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় “অগ্রদূত” সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফ্রি খাবার বাড়িতে এতিম ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “অগ্রদূত”সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মোছাঃ কলি আক্তার বলেন, উদ্ভাবক মিজান যেভাবে গরীব অসহায় দুস্থ মানুষের সেবা করে যাচ্ছেন।

Pop Ads

সেভাবে যদি কুড়িগ্রাম জেলায় প্রতিটি ঘরে ঘরে এক একটা মিজান তৈরি হতো তাহলে কুড়িগ্রাম জেলায় আর কেউ অসহায় থাকতো না।

তাই আসুন আমরা সকলে মিলে মিজানের যার যার অবস্থানে থেকে অসহায়দেরকে সহযোগিতা করি,তাহলে অসহায় সুস্থ গরীব মানুষের দুঃখ লাঘব হবে। সমাজের বিত্তবান সকলকে অসহায়-দুস্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।