অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের ধর্মঘট ঘোষণা!

অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের ধর্মঘট ঘোষণা। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া ডেস্ক: বৈঠকে সমঝোতা না হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। বেতন-ভাতাসহ ১১ দফা দাবিতে রাত ১২টা থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। তবে ধর্মঘটে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকলেও যাত্রীবাহী যান চলবে।

সোমবার বিকেলে মতিঝিলের বিআইডব্লিউটিএ কার্যালেয় মালিক-শ্রমিকের সঙ্গর বৈঠকে বসেন নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিন্তু সেখানে সমঝোতা হয়নি বলে জানিয়েছে শ্রমিকপক্ষ।

Pop Ads

নৌযান শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বাড়ানো,নৌপথে নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধ।

নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, বারবার আশ্বাস দেয়া হলেও দাবি পূরণ করা হয়নি। তবে মালিকপক্ষ বলছে, কর্মবিরতিতে কোনো সমাধান হবে না। সমস্যা সমাধানে আবারো আলোচনায় বসা হবে বলে জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

গত ১৭ অক্টোবর ১১ দফা দাবি বাস্তবায়নে বরিশাল নদী বন্দরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন নৌযান শ্রমিকরা। ওই সময় সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সময় বেধে দেন শ্রমিকরা।