আছরাঙ্গা দীঘি

234

এম রাসেল আহমেদ: জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় প্রাচীন সভ্যতার ঐতিহ্যবাহী নিদর্শন হচ্ছে আছরাঙ্গা দীঘি, যা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত।প্রায় ২৬ একর জায়গা জুড়ে বিস্তৃত আছরাঙ্গা দীগির দৈর্ঘ্য১০০০ ফুট এবং প্রস্থ ১০৭০ ফুট। জানা যায় ততকালীন রাজশাহী জেলার তাহিরপুরের জমিদার মৌন ভট্টের আমলেবৃষ্টিপাত কম হওয়ার ফলে কৃষি জমিগুলো চাষের উপযোগী হয় এর দীঘির পানিতে। তিনি নবম শতকের মাঝামাঝি ( আনুমানিক ৮১৭ খ্রীঃ) এই দীঘি খনন করেন।
এই দীঘির চারপাশে আছে চারটি বাধায় করা ঘাট এবং অসংখ্য সবুজ গাছপালা।১৯৯২ সালে ততকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পুনঃখননের উদ্যোগ নেয় এবং চার পাশে বনায়ন করেন। সেই সময় দীঘি খনন কাজে প্রায় ১২টি প্রাচীন মূর্তি পাওয়া যায় যা দেশের বিভিন্ন যাদুঘরে সংরক্ষিত আছে।শীতকালে বিভিন্ন অতিথি পাখির কলকাকলিতে মুখরিত এই দীঘির মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ নানা বয়সী দর্শনাথীদের আকর্ষণ করে। কথিত আছে কাকচক্ষু জলের মতো স্বচ্ছ ও সমষ্টি হওয়ায় প্রচীনকালে বিভিন্ন রোগের ঔষধ হিসাবে হিসাবে এই দীঘির পানি ব্যবহার হতো এবং এই দীঘিকে কেন্দ্র করে সনাতন ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে।