কামারপল্লী টিং টং আওয়াজে মুখরিত

কামারপল্লী টিং টং আওয়াজে মুখরিত

কাহালু প্রতিনিধি: আগামী রবিবার মুসলমানদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান কোরবানীর ঈদ। পবিত্র ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও কামার পল্লীতে চলছে ব্যস্ততা।

কামারপল্লীগুলো এখন ক্রেতা বিত্রেতাদের হাঁক-ডাকে মুখরিত। অনেকে নতুন নতুন দা-বটি, চাকু কিনছেন আবার অনেকে পুরাতন দা-বটি, চাকু শান দিচ্ছেন।

Pop Ads

কামার পল্লীতে চারিদিকে শুধু হাতুরি পেটার শব্দ আর দা-বটি আগুনে পোড়ানোর দৃশ্য। শান্তা গ্রামের মুন্টু কামারবলেন, আমার এখানে সারা বছর কম বেশি ব্যস্ততা থাকে।

কিন্তু কোরবানীর ঈদে ব্যস্ততা অনেক বেড়ে যায়। এখন তো গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। বেচা বিক্রি ভালো।

তবে ক্রেতারা অভিযোগ করেছেন যে,অন্য সময়ের তুলনায় বর্তমানে চাহিদা বাড়ায় কামাররা দাম বেশি নিচ্ছেন।

অবশ্য কোনো কোনো ক্রেতা এটাকে পাত্তা দিচ্ছেন না-তারা বলছেন লাখ টাকার কোরবানী কিনতে পারলে এটাতে কোনো আফসোস নেই। আল্লাহ তায়ালা যদি কোরবানী কবুল করেন তাহলে এসব ব্যয় সার্থক।