আত্রাইয়ে অসহায় বন্যা দুর্গতদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

আত্রাইয়ে অসহায় বন্যা দুর্গতদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান। ছবি-আবুহেনা

সুপ্রভাত বগুড়া (আবুহেনা,আত্রাই নওগাঁ প্রতিনিধি): নওগাঁর আত্রাইয়ে বিশ্ব দৃষ্টি দিবস ২০২০ উপলক্ষে ঐড়ঢ়ব রহ ংরমযঃ” দৃষ্টি জুড়ে আশা” পতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানী বাছাই করণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল চক্ষু চিকিৎসা কেন্দ্র আত্রাই নওগাঁর আয়োজন, সিংসাড়া হাইস্কুল ও কলেজে অবস্থান রত অসহায় বন্যা দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানী বাছাই করণ কার্যক্রম এবং শুকনো খাবার প্রদান করা হয়।

Pop Ads

সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়ের তত্বাবধানে,ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের সহযোগিতায়,রোগী দেখেন,মো.মনিরুজ্জামান ভি,টি আত্রাই ভিশন সেন্টার।