আত্রাইয়ে দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আত্রাইয়ে দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি-আবুহেনা
সুপ্রভাত বগুড়া (আবুহেনা,আত্রাই নওগাঁ প্রতিনিধি):  নওগাঁর আত্রাই উপজেলার দৈনিক পত্রিকা’র প্রতিনিধির আয়োজনে আত্রাই গান্ধী আশ্রম চত্বরে ছিন্নমূল পথ শিশুদের নিয়ে বিশেষ আড্ডা ও  শুকনো খাবারের মধ্য দিয়ে  দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(২২ অক্টোবর) বিকেল ৪.০০ টার সময় দৈনিক পত্রিকা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব আত্রাই শাখার সভাপতি মো.আবু হেনা মোস্তফা কামাল।
ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল পথ শিশুদের নিয়ে আত্রাইয়ে মানবতার সেবায় এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। তাদের মধ্যে শিক্ষার আলোয় আলোকিত করতে ডাঃআষিশ সরকার ছিন্নমূল পথ শিশুদের  নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ” ছায়াপথ পথশিশু বিদ্যানিকেতন”।
দৈনিক পত্রিকা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথ শিশুদের নিয়ে বিশেষ  আড্ডা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,দৈনিক পত্রিকা’র প্রতিনিধি, শিরোনাম সাহিত্য পত্রিকার সম্পাদক,লেখক ফোরাম আত্রাই এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক, এমরান মাহমুদ প্রত্যয়।
লেখক ফোরাম আত্রাই এর উপদেষ্টা  ও জগদাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.হেলালুর রহমান।শিরোনাম সাহিত্য পত্রিকার প্রচার সম্পাদক ও কাকতাড়ুয়া সাহিত্য পত্রিকা সম্পাদক, রিমন মোরশেদ। ছায়াপথ পথশিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠানের উদ্দোক্তা ও পরিচালক,মোয়াজ্জেম হোসেন মিঠু ও আমানুল্লাহ ফারুক বাচ্চু,  মোতাহার হোসেন,মেহেদী হাসান সুজন, সাবিত হাসান মন,মো.নাজিম উদ্দীন।
সার্বিক সহযোগিতায়,মাহিমুন হারবাল সেন্টারের সত্ত্বাধিকারী, দৈনিক স্বদেশের খবর অনলাইন পোর্টালের আত্রাই উপজেলা প্রতিনিধি মো.আব্দুল জববার। দৈনিক পত্রিকা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে ও দৈনিক পত্রিকা’র সাফল্য অর্জনের জন্য  ব্যক্তি নিষ্ঠ সত্য সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাবে “দৈনিক পত্রিকা” সেই প্রত্যাশায়।