আত্রাইয়ে সুতিজাল উচ্ছেদে ভ্রাম্যমান অভিযান

আত্রাইয়ে সুতিজাল উচ্ছেদে ভ্রাম্যমান অভিযান। ছবি-আবুহেনা

সুপ্রভাত বগুড়া (আবুহেনা আত্রাই(নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে সুতিজাল দিয়ে পোনা ও মা মাছ নিধন বন্ধে ভ্রাম্যমান অভিযান চালানো হয়েছে। আজ রবিবার(২০ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের,নেতৃত্বে থেকে উপজেলার মোল্লা আজাদ সরকারি কলেজের পূর্ব পার্শ্বে নওগাঁ আত্রাই মহাসড়কের স্লুইসগেটে ও আহসানগঞ্জহাট সংলগ্ন ব্রীজ এই ২টি স্থানে অভিযান চালিয়ে নদী ও খালের অবৈধভাবে বসানো সুতিজাল উচ্ছেদ করা হয়।

এসময় অবৈধভাবে পানি প্রবাহে বাধা সৃষ্টি ও মা ও পোনা মাছ নিধন অভিযোগে সুতিজাল নিধন করা হয়। প্রতিবছর বন্যার শুরুতেই আত্রাই উপজেলার বিভিন্ন পয়েন্টে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নদী খালের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ সুতি জালের মাধ্যমে মা ও পোনা মাছ শিকার শুরু করে।এছাড়া পানি প্রবাহে বাধার সৃষ্টি হয়ে বন্যা দেখা দেয়।

Pop Ads

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here