এক শ্রেণির নির্বোধ মানুষের ধোকা বাজিতে বন্ধই হয়ে গেল মুশফিকের ব্যাটের নিলাম!

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটটির নিলাম নিয়ে তুঘলকি কাণ্ড শুরু হয়েছে। আজ দুপুরে এই ব্যাটের দাম উঠে যায় ৪০ লাখ টাকা! এর আগে নিলামের প্রথম রাতেই দাম ৩২ লাখ ওঠার পর জানা গিয়েছিল সেটি ভুয়া। আজকের ৪০ লাখ টাকার ডাকও ভুয়া বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা। শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে নিলাম।

এমন ঘটনায় ‘মি. ডিপেন্ডেবল’ খ্যত মুশফিক বিব্রত বোধ করছেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে এই ব্যাট দিয়েই দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ‘পিকাবো’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে চলছে এই ব্যাটের নিলাম। আয়োজকদের সূত্রে জানা গেছে, কিছু নির্বোধ মানুষের ভুয়া বিডিংয়ের জন্য এই মানবিক নিলাম প্রক্রিয়া ব্যহত হচ্ছে।

Pop Ads

গত শনিবার নিলাম শুরুর দিন থেকেই এক শ্রেণির মানুষ ভুয়া বিডিং করে নিলাম প্রক্রিয়া ব্যহত করছেন। বাধ্য হয়ে নিলামের মাঝপথে নিয়মকানুনে বদল আনছে নিলামের আয়োজকেরা। করোনা দুর্গতদের সাহায্যার্থে বাংলাদেশের অনেক ক্রিকেটারই নিজেদের ক্রীড়া সামগ্রী নিলামে তুলছেন।

এর আগে সাকিব আল হাসানের বিশ্বকাপ ব্যাট এক ঘণ্টার মধ্যে ২০ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। সৌম্য-তাসকিনের ক্রীড়াসামগ্রীও ঝামেলা ছাড়াই বিক্রি হয়েছে। সব ঝামেলার শুরু মুশফিকের ব্যাট নিয়ে।

এক শ্রেণির মানুষ বিষয়টাকে নিয়ে মজা করছেন। তারা বিশাল অংকের দাম হেঁকে গা ঢাকা দিচ্ছেন। মুশির ব্যাটের নিলাম শেষ হওয়ার কথা ১৪ তারিখ। তবে বন্ধ হওয়া নিলাম আবার কখন শুরু হবে তা জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here