এক হাজার টাকার লাল নোট বাতিলের খবর সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা

এক হাজার টাকার লাল নোট বাতিলের খবর সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা

এক হাজার টাকার লাল নোট বাতিল করার কোনো ঘোষণা দেয়া হয়নি। এ-সংক্রান্ত তথ্য সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা। তারা বলেন, এটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা তথ্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।

Pop Ads

কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেশকটি গণমাধ্যম এ ধরনের খবর প্রচার করেছে।

যদিও বাংলাদেশ ব্যাংক এক হাজার টাকার লাল নোট বাতিল করার কোনো নির্দেশনা প্রচার করেনি। সাধারণ মানুষকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মুল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি।

কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে পড়ে যে, ৩০ মের মধ্যে ১ হাজার টাকার লাল নোট ব্যাংকে জমা দিতে হবে এবং এর পরদিন থেকে এই নোট অচল বলে গণ্য হবে।