ওপেনারকে নিচে খেলানো নিয়ে যা বললেন রোহিত

32
ওপেনারকে নিচে খেলানো নিয়ে যা বললেন রোহিত

বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র কয়েকদিন। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপ দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। এর আগে বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন।

এসব বিষয় নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন তামিম। তিনি বলেন, তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি।

Pop Ads

তামিমের এমন মন্তব্যকে ছেলে মানুষি হিসেবে উল্লেখ দেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি।’

এবার ওপেনারকে নিচে খেলানো নিয়ে মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘দলের মধ্যে ফ্লেক্সিবিলিটি জরুরি। কিন্তু তাই বলে এমন না যে ওপেনারকে সাত নাম্বারে পাঠিয়ে দেব, অথবা হার্দিক পান্ডিয়াকে ওপেনিংয়ে পাঠিয়ে দেব, এটা হয় না। শিখর ধাওয়ান ও আমি গত ৭ বছর ধরে ওপেন করছি। কোহিল তিন নাম্বারেই ব্যাটিং করেছে। চার ও পাঁচ নাম্বারে যে নতুন খেলোয়াড় আসে সেটা ওপেন থাকা জরুরি। সে উপরে এবং নিচে ব্যাটিং করে।’

রোহিত আরও বলেন, ‘আপনি যদি পেছনের চার-পাঁচ বছর দেখেন ওপেনার জায়গা যেটা সে সেখানেই ব্যাটিং করে। তিন নাম্বারের ব্যাটার তিন নাম্বারেই ব্যাটিং করে। পাঁচ নাম্বারে রাহুল খেলে সে ওখানেই খেলে। হার্দিক ছয়ে খেলে সে সেখানেই খেলে। সাত নাম্বারে জাদেজা। চার ও পাঁচ নাম্বার যদি ওপর নিচ হয় এতে বেশি সমস্যা হয় না। এমন ফ্লেক্সিবিলিটি তো দলে জরুরি।’