খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

31
খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরের দাবিতে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ৮টায় খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি শুরু করে।

পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করছেন না ট্যান্কলরি মালিকরা। ফলে ডিপো থেকে ১৫টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। ডিপোগুলোর সামনে সারিবদ্ধভাবে ট্যান্কলরি দাঁড়িয়ে আছে।

Pop Ads

খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, কমিশন বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ করার দাবিতে গত ৩ সেপ্টেম্বর ধর্মঘট কর্মসূচি পালন করেছি। এরপর সরকার কমিশন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করে। কিন্তু কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি। সে কারণে আবারও ধর্মঘট শুরু করা হয়েছে। কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে