বিশ্বকাপ শুরুর আগেই অবসরের ইঙ্গিত অশ্বিনের

31
বিশ্বকাপ শুরুর আগেই অবসরের ইঙ্গিত অশ্বিনের

চলতি মাসের শুরুতে ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ভারত। তখন মূল স্কোয়াড তো বটেই রিজার্ভ তালিকাতেও ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অক্ষর প্যাটেলের ইনজুরি কপাল খুলে দিল তার। সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন ডানহাতি এই স্পিনার।

ঘরের মাঠে বড় ইভেন্টে খেলার সুযোগ পেলেও অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ!

Pop Ads

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সী অশ্বিন, ‘ভালো জায়গায় থেকে খেলাটা উপভোগ করতে পারলে আমার জন্য সেটা ভালো। কারণ, হতে পারে এটা আমার শেষ বিশ্বকাপ। ফলে বিশ্বকাপ উপভোগ করাটাই আমার জন্য মূল বিষয়।’

অস্ট্রেলিয়া সিরিজের আগে অশ্বিন সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের শুরুতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে কেবল দুটি ম্যাচেই ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলার কথা কখনো ভাবেননি এই স্পিনার। অশ্বিন বলেন, ‘জীবন অনেক চমকে ভরা। তবে সত্যি কথা বলতে গেলে ভাবিনি বিশ্বকাপের দলে থাকব। দলে সুযোগ পাওয়ায় আমি বিস্মিত। গত চার-পাঁচ বছর ধরে খেলা উপভোগ করাই আমার উদ্দেশ্য।