করোনার টীকা নিলেন শাজাহানপুর থানার ওসি ও পুলিশ কর্মকর্তাগন

করোনার টীকা নিলেন শাজাহানপুর থানার ওসি ও পুলিশ কর্মকর্তাগন। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব ষ্টাফ রিপোর্টার): কোভিড-১৯ এর ভ্যাকসিন টীকা নিয়েছেন বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লঅহ আল মামুন, ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যগন।

টীকা গ্রহনকারী অন্যান্যদের মধ্যে রয়েছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান রেজা, মুক্তিযোদ্ধাগন ও পরিষদের কর্মচারীবৃন্দ। বুধবার ১০ ফেব্রæয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রদান কেন্দ্রে গিয়ে আনন্দঘন পরিবেশে কোভিড-১৯ এর ভ্যাকসিন টীকা গ্রহন করেন।

Pop Ads

এসময় তিনি জনসাধারনকে নির্ভয়ে টীকা গ্রহন করতে উদ্বুদ্ধ করার আহব্বান জানান। টীকা প্রদান অণুষ্ঠানে উপজেলা সাস্থ্য কর্মকর্তা মোতারব হোসেন, অফিসার ষ্টাফ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এবং সু-প্রভাাত বগুড়ার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আবদুল ওহাব সহ সুশীল সমাজের লোকজন এসময় উপস্থিত ছিলেন।

জানাযায়, মহামারী কোভিড-১৯ প্রতিরোধে সারাদেশের ন্যায় শাজাহানপুরেও উপজেলা, ই্উনিয়ন ও স্বাস্থ্য কমপ্লেক্সে অনলাইনে নিবন্ধন/ রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রতিদিন দুই শতাধিক লোকজনকে টীকা প্রদান করা হচ্ছে