করোনায় ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার : রিজভীর অভিযোগ

সুপ্রভাত বগুড়া ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার। 

রাজধানীর তোপখানা রোডে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা, ‘জাসাস’ এর উদ্যোগে আজ ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে বাংলাদেশে করোনা মোকাবেলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত হতো না।

Pop Ads

কেন আগাম প্রস্তুতি নেয়া হয়নি এমন প্রশ্ন করেন তিনি। করোনার মতো দুর্যোগের সময়ও বিরোধী নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

অবিলম্বে করোনার জন্য আরো বিশেষায়িত হাসপাতাল ও ভেন্টিলেটরের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

সামনের দিনগুলোতেও বিএনপির ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান রুহুল কবির রিজভী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here