কাহালু উপজেলার বামুনিয়া শ্মশান জলমহাল পুনঃখনন কাজের উদ্বোধন

সকালে বগুড়া কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বামুনিয়া শশ্বান পুকুর জলমহাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান হাসিবুল হাসান সুরুজ। ছবি-প্রতিবেদক

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): ২০২০-২১ অর্থ বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় জেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বামুনিয়া শ্মশান পুকুর জলমহাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির ও কাহালু উপজেলা চেয়ারম্যান হাসিবুল হাসান সুরুজ।

Pop Ads

জলমহালের এলসিএস দলনেতা ও বিশিষ্ট সমাজ সেবক রিপন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রায়হান নাহার, মালঞ্চা ইউনিয়নের চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,

উপসহকারী প্রকৌশলী আব্দুর রউফ, সহকারী মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বোরহান আলী প্রমুখ। উল্লেখ্য ১.২১ হেক্টর আয়তনের এ জলমহালের ৯১১৪.০০ ঘনমিটার মাটি খনন কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে মোট ১৪ লক্ষ টাকা।