গোবরের তৈরি চিপ মোবাইলের ক্ষতিকর রেডিয়েশন রুখে দেবে !

গোবরের তৈরি চিপ মোবাইলের ক্ষতিকর রেডিয়েশন রুখে দেবে !

সুপ্রভাত বগুড়া (বিজ্ঞান ও প্রযুক্তি): গোবর থেকে তৈরি চিপ মোবাইলের ক্ষতিকর বিকিরণ ঠেকাবে। শুধু তাই নয়, বিভিন্ন রোগব্যাধি থেকেও মানুষকে নিরাপদে রাখবে ওই বিশেষ চিপ।

এমনই আজব দাবি করেছেন ভারতের রাষ্ট্রীয় কামধেনু আরোগ্য (আরকেএ)-র চেয়ারম্যান বল্লভভাই কাঠেরিয়া। সোমবার ভারতজুড়ে ‘কামধেনু দীপাবলি অভিযান’-এর উদ্বোধন করেন কাঠেরিয়া।

Pop Ads

সেখানেই তিনি গোবর থেকে তৈরি সেই চিপও দেখান। চিপটির নাম ‘গৌসত্ত্ব কবচ’। জানা গেছে, এটি ভারতের রাজকোটের শ্রীজি গোশালায় তৈরি হয়েছে।

বল্লভভাই কাঠেরিয়া দাবি করেছেন যে, এই চিপ বিকিরণ প্রতিরোধ করতে পারে। এমনকি এই বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।