গ্রিসে জরুরি অবতরণের আগেই কার্গো বিমান বিধ্বস্ত!

গ্রিসে জরুরি অবতরণের আগেই কার্গো বিমান বিধ্বস্ত!

গ্রিসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার সার্বিয়া থেকে জর্ডানে যাওয়ার সময় ইউক্রেনভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওই বিমানটি বিধ্বস্ত হয়। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, প্লেনটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল।

Pop Ads

ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়। এয়ারক্রাফটের বোর্ডে অন্তত ৮ জন ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত পৌনে ১১টার দিকে বিকট শব্দে শুনে বাইরে এসে দেখি বিমানটি আগুনে পুড়ছে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

স্থানীয় একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি দুর্ঘটনাস্থলে নেয়া হয়। তবে বিস্ফোরণের কারণে সেখানে গাড়িগুলো পৌঁছাতে পারেনি।