চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা, মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা !

সুপ্রভাত বগুড়া ডেস্ক: চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের একটি মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ হামলা হয়। এ ঘটনায় বাঁশখালীর পৌর মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চারজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ জানান, মুক্তিযোদ্ধা মৌলভি সৈয়দকে মুক্তিযোদ্ধা বলে অস্বীকার করা এবং চট্টগ্রামের বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি- বাঁশখালীর এমপির সাম্প্রতিক এমন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।

কয়েকটি গাড়ি নিয়ে লোকজন এসে তাদের ওপর হামলা করে। হামলাকারীরা সবাই বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারী বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

Pop Ads

হামলার ঘটনায় আওয়ামী লীগ সাংসদ মোস্তাফিজকে বহিস্কার করে শাস্তির আওতায় না আনলে মুক্তিযোদ্ধারা কঠোর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন মুক্তিযোদ্ধারা।

গত ২৬ জুলাই বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ মারা যান। তাকে গার্ড অব অনার না দেয়া নিয়ে চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বিরোধ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here