চালের বাজার স্থিতিশীল রাখতে শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চালের বাজার স্থিতিশীল রাখতে শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি-বাপ্পী

সুপ্রভাত বগুড়া (অভিজিৎবাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি): চালের বাজার স্থিতিশীল রাখতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবীর শিবগঞ্জ, নাগর বন্দর, আমতলী, মহাস্থান ও মোকমতলা সহ উপজেলার বিভিন্ন বাজারে এ পরিচালনা করেন।

Pop Ads

এ ব্যাপারে উপজলা নির্বাহী কর্মকর্তা বলেন, ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট সৃষ্টি করে চালের বাজার ঊর্ধমূখী করতে না পারে সে লক্ষ্যে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যদি বেশি মূল্যে চাল বিক্রি করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ অভিযান চলাকালীন সময়ে চটের বস্তায় না রেখে প্লাষ্টিকের বস্তায় চাল রাখার দায়ে ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৪ দাকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে