চীন-ভারতের উত্তেজনার মধ্যে সুখবর নিয়ে এসেছে ভারতের দাবাড়ু

চীন-ভারতের উত্তেজনার মধ্যে সুখবর নিয়ে এসেছে ভারতের দাবাড়ু। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): চীন-ভারতের উত্তেজনার মধ্যে সুখবর নিয়ে এসেছে ভারতের দাবাড়ু।

তারকা দাবাড়ু কোনেরু হাম্পি অনলাইন স্পিড চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন।বিশ্বের দু নম্বর হাম্পি হারিয়েছেন চীনের হোউ ইফানকে। ইনি এখন বিশ্বের এক নম্বর মহিলা দাবাড়ু।

Pop Ads

হাম্পির কাছে তিনি হেরেছেন ৬-৫-এ। আর এতে খুশির জোয়ার বইছে ভারতে। আরেক সেমিফাইনালে খেলবেন রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুক ও ইরানের সারসাদত খাদেমলশরিয়া।

ওই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে ২০ জুলাই ফাইনাল খেলবেন হাম্পি।রাশিয়ার ভ্যালেন্টিনা গুনিনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন হাম্পি।

এই টুর্নামেন্টে হাম্পি লাগাতার ভাল পারফর্ম করেছেন। কোয়ার্টার ফাইনালেও তিনি ৬-৫-এ জিতেছিলেন।

হাম্পি জিতলেও ভারতের আরেক দাবারু হরিকা দ্রোণবল্লী কোয়ার্টার ফাইনালে হেরেছেন। রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুকের কাছে তিনি হেরেছিলেন ৯-৩-এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here