চোখের পাপড়ি ঘন দেখানোর উপায় জেনেনি

6
চোখের পাপড়ি ঘন দেখানোর উপায় জেনেনি

অনেকেরই চোখের পাপড়ি ঘন হয় না। সে ক্ষেত্রে আইল্যাশে মাশকারা দিলে ফাঁকা দেখায়। আইল্যাশ ঘন দেখাতে যা করতে পারেন—

চোখের পাপড়ি আইল্যাশ কার্লার দিয়ে সুন্দর করে ওপর দিকে টানতে হবে। এতে পাপড়ি যদি অবিন্যস্ত থাকে, সেটা সুন্দর করে সাজানো লাগবে।

Pop Ads

চোখের পাপড়িতে অল্প ট্রান্সলুসেন্ট পাউডার দিলে আইল্যাশের ঘনত্ব বাড়ে।
আই মাশকারা দিয়ে চোখের পাতার ওপর ও নিচে ভালো করে মাশকারা লাগিয়ে নেবেন।প্রথম কোটের মাশকারা শুকিয়ে গেলে আর এক কোট মাশকারা লাগাতে পারেন।
কোন অনুষ্ঠান থাকলে আর্টিফিশিয়াল আইল্যাশ লাগাতে পারেন চোখের ওপর।

এ ক্ষেত্রে আইল্যাশটা প্রথমে পাপড়ির আপারলিডে লাগিয়ে তারপর আই মেকআপ করতে হবে। আর্টিফিশিয়াল আইল্যাশে অল্প আঠা লাগানো থাকে। তাই আইল্যাশ খোলার সময় বা মাশকারা তোলার সময় সাবধান থাকতে হবে।
আইল্যাশ ঘন দেখানোর জন্য মাশকারা লাগানোর আগে পেনসিল কাজল দিয়েও আইল্যাশের ঘনত্ব বাড়ানো যায়।

এ ক্ষেত্রে পেনসিলটা আইল্যাশ বরাবর ওপর দিকে টানতে হবে।