ভারতের টেস্ট দলে অভিমন্যু

11
ভারতের টেস্ট দলে অভিমন্যু

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা-ভারতের সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়নে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওপেনার ঋতুরাজ গাইকওয়াদ। তাতে কপাল খুলেছে অভিমন্যু ইশ্বরনের। টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।
ভারত সিনিয়র দলের পাশাপাশি ‘এ’ টিমও দক্ষিণ আফ্রিকা সফরে গেছে। ‘এ’ টিমের সঙ্গেই ছিলেন অভিমন্যু। সেখান থেকেই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ঋতুরাজ গাইকওয়াদের পরিবর্তে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরনকে স্কোয়াডে নেয়া হয়েছে।

এর আগেও দুবার ভারতের টেস্ট দলে জায়গা পান অভিমন্যু। ২০২১ সালে ইংল্যান্ড সফরে ও গত বছর বাংলাদেশ সফরে দলের সঙ্গী হয়েছিলেন তিনি। দলে থাকলেও এখনও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি উত্তর প্রদেশের এ ক্রিকেটার।

Pop Ads

ফার্স্ট ক্লাস ক্রিকেটে এখন পর্যন্ত ৮৮ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী অভিমন্যু। ৮৮ ম্যাচের ১৫২ ইনিংসে ৪৭.২৪ গড়ে ৬ হাজার ৫৬৭ রান করেছেন তিনি। সাড়ে ৬ হাজারের বেশি রান করার পথে ২২টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরিও হাঁকান অভিমন্যু।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন ঋতুরাজ। স্ক্যান করার পর তাকে বিশ্রামের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফলে দেশে ফিরে এনসিএতে যাবেন, সেখানেই করবেন রিহ্যাব।