জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে বড় ধরণের পরিকল্পনা জো-বাইডেন প্রশাসনের

জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে বড় ধরণের পরিকল্পনা জো-বাইডেন প্রশাসনের

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): নিজ প্রশাসনের পরিবেশ সুরক্ষা টিমের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরণের পরিকল্পনা নেবেন তাঁরা। শনিবার, করোনার মতো জলবায়ু পরিবর্তন ইস্যুতেও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাইডেন।

ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার প্রতিশ্রুতি দেন তিনি। বাইডেনের আশা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র।

Pop Ads

এদিন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ডেব্রা হাল্যান্ড, জ্বালানি বিভাগের প্রধান জেনিফার গ্রানহোম এবং প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে দেশটির পরিবেশ সুরক্ষা এজেন্সির প্রধান মাইকেল রিগানের নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এছাড়া, পরিবেশের মান উন্নয়ন কাউন্সিলের প্রধান ব্রেন্ডা ম্যালোরি, পরিবেশ উপদেষ্টা জিনা ম্যাকার্থি এবং তাঁর ডেপুটি হিসেবে আলী জাইদীর নাম ঘোষণা করা হয়।